শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
এইমাত্র পাওয়া সংবাদ :
ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে জালভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার ও পোলিং কর্মকর্তা সহ আটক ১৪ জন । ফেনীর সোনাগাজীতে সিল মারা ব্যালট সহ ছবি তুলে সামাজিক মাধ্যমে দেয়া ইয়াকুব আলী আটক । । ফেনীর ফুলগাজীতে ভারতীয় উজানের ঢলে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি । । বাংলাদেশের ঘূর্ণিঝড় রেমালে নিহতদের জন্য শোক প্রকাশ করেছে ফ্রান্স । । দিল্লিতে তাপমাত্রা সর্বোচ্চ ৫০ ডিগ্রি রেকর্ড হওয়ায় ভারতে 'তাপপ্রবাহ সতর্কতা' জারি । ।
ব্রেকিং নিউজ :
রাজশাহী কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীরা সবুজ নগরী রাজশাহী পুনর্নির্মাণের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে “সাত কলেজের শিক্ষার মান উন্নয়নে জরুরি সংস্কার প্রয়োজন” ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা, পুলিশসহ আহত ২০ ফেনীকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের উদ্যোগ ফেনীতে কোটা আন্দোলনকারীদের মানববন্ধনে হামলার অভিযোগ দাগনভূঞার আলোচিত গফুর হত্যা মামলায় এখনও গ্রেফতার হয়নি আসামীরা ঢাকাস্থ ফেনী জেলা এসএসসি ৯৩ পক্ষ থেকে জিপিএ ৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা দাগনভূঞা অপহৃত যুবক উদ্ধার, অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার এড.আকরামুজ্জমানের মৃত্যুবার্ষিকীতে রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের (২০২৪-২৫) বর্ষের কমিটি ঘোষণা, সভাপতি কাজী ফাহাদ ও সম্পাদক মেহেদী হোসাইন

সোনাগাজী সরকারি কলেজ অবকাঠামোর উন্নয়ন হলেও রোধ হচ্ছেনা ফলাফল বিপর্যয়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

ফলাফল অপ্রত্যাশিত,অধ্যক্ষের সাথে কথা হয়েছে। আগামীতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
-উপজেলা নির্বাহী কর্মকর্তা।
করোনাকালীন সময়ের কিছুটা প্রভাব থাকায় ফলাফল বিপর্যয় হয়েছে।
-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
অন্যান্য উপজেলার চেয়ে ফলাফল ভালো হয়, এবার একটু খারাপ হয়েছে।
-অধ্যক্ষ দ্বীনেশ চন্দ্র পাল।

আলমগীর হোসেন
১৯৭২ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত সোনাগাজী কলেজ ১৯৮৮সালের ১৩ ডিসেম্বর সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি পেয়ে সোনাগাজী সরকারি কলেজ নামে আত্মপ্রকাশ করার পর থেকে ফেনী জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ব্যাপক অবদান রেখে চলছে।কিন্তু বর্তমানে কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হচ্ছে। যার ফলে বেকারত্ব বাড়ছে।অন্ধকারে হারিয়ে যাচ্ছে উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাজারো স্বপ্ন।সোনাগাজী সরকারি কলেজে নতুন আইসিটি ও বিজ্ঞান ভবন, প্রশাসনিক ভবন,কলা ভবন, বাণিজ্য ভবন, বিজ্ঞান ভবন ও অডিটোরিয়াম সহ অবকাঠামো উন্নয়ন হলেও রোধ করা যাচ্ছে না।ফলাফল বিপর্যয়।ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে দেখা যায়,কলেজে ভর্তি হওয়া অধিকাংশ দরিদ্র পরিবারের। পাশাপাশি অভিভাবকদের নিয়ে রয়েছে অনিহা।লটারীর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি, ক্লাসে অনিয়মিত,টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও বিভিন্ন মহলের চাপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া।কলেজে অধিকাংশ দরিদ্র পরিবারের শিক্ষার্থী হওয়া পারিবারিক আর্থিক চাহিদা মেটাতে কলেজে অনুপস্থিত থেকে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়ে।রয়েছে বিভাগীয় শিক্ষকের শিক্ষকের অভাব।কলেজ লাইব্রেরিতে বিভিন্ন লিখকের হাজার হাকার বই,জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন জার্নাল ও সাময়িকী থাকলে ও নেই শিক্ষার্থীদের প্রবেশাধিকার।আইসিটি ল্যাব রয়েছে নামমাত্র।এখানে নেই শিক্ষার্থীদের অনুশীলনের সুযোগ।নেই আইসিটি বিষয়ের শিক্ষকও।সিলেবাসে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব ও সায়েন্স ক্লাবের বিষয় উল্লেখ থাকলেও প্রকৃত পক্ষে নেই সক্রিয় কার্যক্রম।বিগত সাল গুলোতেও রয়েছে ফলাফল বিপর্যয়।পূর্বে শিক্ষক সংকট থাকলেও তাদের এখন অনেকটা পদায়ন করা হয়েছে ২৮জন শিক্ষক রয়েছে। নিয়মিত ফলাফল বিপর্যয় রয়েছে চোখে পড়ার মত। ২০১৫ সালে পাশের হার ছিল ২১.৪৬ ভাগ। ক্রমান্বয়ে ২০১৬ সাল থেকে ২০২২ সালের পাশের হার ৪১.৭২%,২৩.৫৯%, ১৮.৩২%, ৪১.৫৫%, ১০০%, ৮৯.৯১% ৪৬.৭৮% যার ধারাবাহিকতায় ২০২৩ সালের ৭৬৫ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৪৭ জন।পাশের হার ৩২.৬৩%।বিভিন্ন বিভাগে অকৃতকার্যদের তালিকায় বেহাল অবস্থা লক্ষ করা যায়।২০২৩ সালে ৭৬৫ জনের মধ্যে কৃতকার্য ২৪৭জন। পাশের হার ৩২.৬৩ ভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগের১৭৮,মানবিক বিভাগে ২৭২,বিজ্ঞান বিভাগে অকৃতকার্য ৬৮জন।২০১৫ সাল ৫০২জনের মধ্যে উত্তীর্ণ ১০৬জন। পাশের হার ২১.৪৬ভাগ।ব্যবসায় শিক্ষায় ১৩৯, মানবিকে ২৩৫ ও বিজ্ঞান বিভাগে অকৃতকার্য ২২জন।২০১৬ সালে ৪৬০ জনের মধ্যে উত্তীর্ণ ১৮৯। পাশের হার ৪১.৭২ভাগ।জিপিএ ফাইভ একজন।ব্যবসায় শিক্ষার ১৩০, মানবিকে ১৩৮ ও বিজ্ঞান বিভাগে অকৃতকার্য ৩ জন। ২০১৭ সালে ৪০০ জনের মধ্যে উত্তীর্ণ ৯২জন। পাশের হার ২৩.৫৯ভাগ।ব্যবসায় শিক্ষায় ১১৭, মানবিকে ১৬৭ ও বিজ্ঞান বিভাগে অকৃতকার্য ২৪ জন। ২০১৮ সালে ৩২৬ জন মধ্যে উত্তীর্ণ ৫৯ জন।পাশের হার ১৮.৩২ভাগ।ব্যবসায় শিক্ষায় ৯২ জন, মানবিকে ১৫৩ জন, বিজ্ঞান বিভাগের অকৃতকার্য ২২জন।২০১৯ সালে ৩৬১জনের মধ্যে উত্তীর্ণ ১৫০ জন।পাশের হার ৪১.৫৫ভাগ।ব্যবসায় শিক্ষায় ৭২,মানবিকে ১২১ বিজ্ঞান বিভাগে অকৃতকার্য ১৮ জন।২০২০ সালে ৩২০ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৩২০ জন।শতভাগ ছিলো পাশের হার জিপিএ ফাইভ ৯ জন।২০২১ সালে ৮১৪ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৭০৪ জন।পাশের হার ৮৯.৯১ ভাগ জিপিএ ফাইভ ১জন। ব্যবসায় শিক্ষায় ৭ জন।মানবিকে ২৭ জন।বিজ্ঞান বিভাগে অকৃতকার্য ১৬ জন) ২০২২ সালে ৪২৬ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ১৯৬ জন।পাশের হার ৪৬.৭৮% জিপিএ ফাইভ ৪জন।ব্যবসায় শিক্ষায় ৮১ জন।মানবিকে ১৩৭জন। বিজ্ঞান বিভাগে অকৃতকার্য ১২ জন।২০২৩সালের উত্তীর্ণ শিক্ষার্থী বায়েজীদ হোসেন বলেন,আমরা নিয়মিত ক্লাস করেছি।ফলাফলও ভালো করেছি।যারা নিয়মিত ক্লাস করেনি।কলেজ শিক্ষার্থীর অভিভাবক আবু তৈয়ব বাবুল জানান,মূলত কলেজে নিয়মিত ক্লাসের প্রতি গুরুত্ব কম থাকায় ফলাফল বিপর্যয়।শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্লাসের প্রতি গুরুত্ব দিলে ফলাফল অনেকটা পরিবর্তন হবে।কলেজের বাংলা প্রভাষক মাহবুবুল আলম বলেন, কলেজের কার্যক্রমকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রশাসনিক ও একাডেমিক। প্রশাসনিক কাজ করতে কিছু শিক্ষক ক্লাসে তেমন সময় দিতে পারেন না।আবার অনেকে বিভিন্ন প্রশিক্ষণে থাকেন।অন্যদিকে শিক্ষার্থীরাই ঠিক মত ক্লাস করেনা।ফরম ফিলাপের জন্য বিভিন্ন তদবীর আসে।সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বীনেশ চন্দ্র পাল বলেন, আমি চলতি বছরের ফেব্রুয়ারিতে যোগদান করেছি। এরপরও চেষ্টা করছি অতীতের ফলাফল থেকে ভালো করতে।কিন্তু এখানে ভালো শিক্ষার্থী ভর্তিই হয়না।যারা হয়।তাদের অভিভাবকও সচেতন না আবার নিয়মিত ক্লাসও করেনা। যার কারণ ফলাফল বিপর্যয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, করোনাকালীন সময়ের প্রভাব রয়েছে।পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়হীনতা।লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সহ বিভিন্ন কারণে সোনাগাজী সরকারী কলেজে ফলাফল বিপর্যয় হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, উপজেলার একমাত্র সরকারী কলেজের ফলাফল বিপর্যয়ের বিষয়ে অধ্যক্ষের সাথে কথা হয়েছে।এটি অপ্রত্যাশিত।অভিভাবকদের উদাসীনতা ও শিক্ষার্থীদের অনিয়মিত হওয়ার বিষয়টিই মূল।আগামীতে এটি থেকে রক্ষায় অভিভাবক সমাবেশ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ সমূহ
© সর্বস্বত্ব সংরক্ষিত- 2024 এ ওয়েব সাইটে প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Design & Development By Hostitbd.Com