শহর প্রতিনিধিঃ-ফেনীর সোনাগাজীতে দিনে দুপুরে স্বর্ন ব্যবসায়ী অর্জুন ভাদুরী (৫২) কে কুপিয়ে হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফেনী জেলা জুয়েলারী এসোসিয়েশন। এছাড়াও রোববার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত জেলার সকল জুয়েলারী দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচী পালন করেন তারা।গতকাল রোববার সকাল ১০টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ফেনী জেলা জুয়েলারী সমিতির সভাপতি ইসমাল হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চুর সঞ্চালনায় জেলা জুয়েলারী এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন করা হয়। এছাড়া বেলা ১১টার দিকে সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে (শূন্য রেখায়) উপজেলা জুয়েলারী এসোসিয়েশনের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি লিটন চন্দ্র বণিক, সহ-সম্পাদক সুদ্বীপ ধর ও দপ্তর সস্পাদক ওয়াসিম শাহা প্রমুখ। পৃথক মানববন্ধনে বক্তারা বলেন, অভিলম্বে অর্জুন চন্দ্র ভাদুরীকে হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। এ নৃশংস ঘটনায় জড়িতদের কে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় জুয়েলারী এসোসিয়েশন বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য হবে। এদিকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে শনিবার রাতে উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক শ্মশানে নিহত অর্জুন ভাদুরীর অন্ত্যোষ্ঠতক্রিয়া সম্পন্ন হয়। রোববার সকাল থেকে তার কাছে বন্দকী সোনার মালিকরা তার বাড়িতে ভীড় জমান।
Leave a Reply