আপনাদের পছন্দের আধুনিক ফেনী গড়ে তুলবো -জেলা প্রশাসক
পুলিশ প্রশাসনকে বন্ধু ভেবে সহযোগিতা করুন- পুলিশ সুপার
ছাগলনাইয়া প্রতিনিধি :
ফেনী জেলা পুলিশের উদ্যোগে ছাগলনাইয়া থানা চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।২ ডিসেম্বর বিকেলে উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম পুলিশ রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব বলেন বাংলাদেশের সকল পুলিশ সদস্য খারাপ নয়। কিছু অতি উৎসাহিত পুলিশ সদস্য ৫ই আগস্ট ছাত্র-জনতার উপর নির্যাতন করে তাদের দেখে সকল পুলিশ সদস্যকে মূল্যায়ন করা যাবে না।আপনারা জানেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড়ই কঠিন, অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতা আন্দোলনে বিগত সরকার বিদায় হয়েছে।বর্তমান বাংলাদেশকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পুনরায় ফিরিয়ে আনতে আপনাদের পছন্দের পুলিশ প্রশাসন তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের সকল কর্মে আপনারা সহযোগিতা করবেন। কোথাও আমাদের ভুল ভ্রান্তি হলে সেটা আমাদের সাথে আলাপ করবেন। বিশেষ অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ কিভাবে চলছে।দেশে বর্তমানে নেই কোন সিটি কর্পোরেশনের মেয়র,পৌর মেয়র,উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, বর্তমানে সকল দায়িত্বগুলো সরকারি অফিসারদের উপর অর্পণ রয়েছে। আমি ফেনীতে এসেছি মাত্র ২০ দিন, জেলার প্রতিটি উপজেলায় সুধী সমাবেশের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র সমাজ, সুধী জনের এবং সাধারণ জনগণের সাথে মত বিনিময়ের মাধ্যমে আপনাদের পছন্দের একটি জেলা হিসেবে ফেনী জেলাকে আধুনিক করে গড়ে তুলবো।জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন আমি ফেনীতে আসার পর ফেনীর আইনশৃঙ্খলায় অনেক অবনতি ছিলো, বর্তমানে ফেনীর আইন শৃঙ্খলা অনেকটা এগিয়েছে।আপনারা পুলিশ প্রশাসনের প্রতি আস্থা রাখুন, এলাকাভিত্তিক সকল অপকর্মে পুলিশকে সহযোগিতা করুন দেখবেন অচিরে আইনশৃঙ্খলা আপনাদের পছন্দের মত সাজানো হবে। পুলিশ প্রশাসনকে বন্ধু ভেবে সকল ভাল কাজে পুলিশকে সহযোগিতা করলে দেখবেন আপনাদের পছন্দের বাংলাদেশ গঠন হবে।জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান সভাপতিত্বে এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিগত ৫ই আগষ্টে দেশব্যাপী ছাত্র জনতা আন্দোলনে স্বৈরাচারী সরকারের বিদায়ের এবং ছাত্র জনতার উপর অমানুষিক নির্যাতন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক নুর আহমেদ মজুমদার, পানুয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক, মাওলানা আবুল কালাম আজাদ,শহীদ জিয়া মাদ্রাসার শিক্ষক,মাওলানা আব্দুল মতিন,ছাত্র প্রতিনিধি ফরহাদ, উপজেলা ছাত্র সমনক মিরাজুল ইসলাম প্রমুখ।
সম্পাদক: মোঃ এনামুল হক পাটোয়ারী, অফিস: ৩৮১, অটোবি মার্কেট,(৩য় তলা) ট্রাংক রোড,ফেনী।, 3900 ফেনী বাংলাদেশ। মোবাইল নাম্বার: +8801816-701613, +8801836645511, ইমেইল: nayapaigam@yahoo.com nayapaigam77@gmail.com