ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে রাতের আঁধারে চলছে মাটিকাটার মহোৎসব।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম কমল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান এই মাটিকাটা দমন করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে ৪ফেব্রুয়ারি রবিবার রাত এগারোটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে টহল দিলেও জব্দ করতে পারিনি কোন এসকেবেটর মেশিন কিংবা পিকাপ গাড়ি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম কমল জানান তারা প্রশাসনকে সব সময় পাহারায় রাখে তাই আমাদের গাড়ি দেখলেই একে অন্যের সাথে টেলিফোনে যোগাযোগ করে মাটিকাটা বন্ধ করে। তবে এ ব্যাপারে আমরা ভিন্ন কৌশল অবলম্বন করব এবং প্রকৃত অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনবো।
Leave a Reply