স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বরণ করে নিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।নির্বাচনী আচারণবিধি ভঙ্গ যাতে না হয় সেজন্য ফুল গ্রহণ না করলেও উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা।সোমবার (২৭ নভেম্বর) ঢাকা থেকে ফেনীর প্রবেশদ্বার মোহাম্মদ আলী বাজার ও পৌর সভার প্রাঙ্গণে ফেনী-১ আসনের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠান আয়োজন করে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ।এসময় রাস্তার দুপাশে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগসহ হাজার হাজার সমর্থকরা দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানান।স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সম্পূর্ণ এলাকা।নেতাকর্মীদের চোখে মুখে উচ্ছ্বাস আনন্দ ছিল চোখে পড়ার মতো।নেতাকর্মীরা বলছেন এটি নৌকার গণজোয়ার।ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দুই নেতাকে নৌকার টিকেট দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। তাদের শুভেচ্ছা জানানোর জন্য বিকাল ৪ টা থেকে সদরের ১২ ইউনিয়নের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন।নির্বাচনী আচারণবিধি ভঙ্গ হতে পারে সেজন্য ফুল না নিলেও তিনি সকল নেতাকর্মীদের সাথে স্বাক্ষাত করেছেন,হাত মিলিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে কাজ করার আহবান জানিয়েছেন।ফেনী পৌরআওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় বারের মতো আমাদের নেতাকে নৌকার টিকেট দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন।তাদের শুভেচ্ছা জানানোর জন্য বিকাল ৫ টা থেকে পৌরসভার ১৮ টি ওয়ার্ডের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন।তিনি সকল নেতাকর্মীদের সাথে স্বাক্ষাত ও হাত মিলিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে কাজ করার জন্য আহবান জানান।এসময় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ,দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকার,ফেনী পৌরআওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, সদর উপজেলা যুবলীগ সভাপতি নূরুল আবছার আপন,সদরের সকল উপজেলা চেয়ারম্যান,পৌর সভার সকল কাউন্সিলর,আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীসহ ১২ ইউনিয়ন ও ১৮ টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ এনামুল হক পাটোয়ারী, অফিস: ৩৮১, অটোবি মার্কেট,(৩য় তলা) ট্রাংক রোড,ফেনী।, 3900 ফেনী বাংলাদেশ। মোবাইল নাম্বার: +8801816-701613, +8801836645511, ইমেইল: nayapaigam@yahoo.com nayapaigam77@gmail.com