পরশুরাম প্রতিনিধি
পরশুরামে ৪ নং বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে নির্বাচিত সদস্য মো: ইসমাইল মজুমদার(পিন্টু) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার (৩০ এপ্রিল)উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সৈয়দা শমসাদ বেগম নব-নির্বাচিত সদস্যকে পরশুরাম অফিসার্স ক্লাবের মিলনায়তনে এ শপথ বাক্য পাঠ করান।উক্ত শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম,বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ভুঁইয়া,মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভুট্টু, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্য,উপজেলা বিভিন্ন দপ্তরের প্রশাসনের কর্মকর্তাগণ এব উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ সহ প্রমূখ।নবনির্বাচিত জনপ্রতিনিধি মোঃ ইসমাঈল হোসেন মজুমদার( পিন্টু)কে পরশুরাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান।গত বছর ২১ অক্টোবর বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. ইয়াছিন মজুমদারের মৃত্যুতে ওই পদটি শুন্য হয়।গত ১৬ মার্চ ইভিএমের মাধ্যমে সুষ্ঠু পরিবেশে প্রশাসনের কড়া নজর দারিতে অনুষ্ঠিত উপ নির্বাচনে মো: ইসমাইল হোসেন মজুমদার (পিন্টু) ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
Leave a Reply