শহর প্রতিনিধি
ফেনীতে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের জয়কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনীর আয়োজনে দুই দিনব্যাপী শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান।ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী।ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার আহবায়ক শান্তি চৌধুরী।আয়োজকরা জানায়, দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় শুক্রবার ৩য় থেকে ৭ম শ্রেণি এবং সমাপনী দিন শনিবার ৮ম থেকে দ্বাদশ শ্রেণির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার ৬ উপজেলার তিন শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করছে।প্রতিযোগিতায় দুই বিভাগে ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে। প্রতি বিভাগ থেকে প্রথম ৩ জন করে মোট ৬ জন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশ নিবেন।সমাপনী অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রতিযোগির, বিজয়ী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply