নিজস্ব প্রতিনিধি
সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল মান্নান তালিব ছেলে আতিক হাসান বাদমতলী বাজারের একজন ব্যবসায়ী। ফসলি জমির মালিকানাস্বত্ব নিয়ে গত ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিবেশী মরহুম সেলিম আহমেদের ছেলে সুমন আহমেদ ও সুজন আহমেদের সাথে বিতর্ক এবং মারধরের স্বীকার হয় আতিক। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা দেয়া হয় আতিক হাসানকে। সুস্থ হয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গেলে ২০২২ সালে ২৪ ডিসেম্বর পূণরায় তাকে মারধর ও তার দোকান ভাংচুর করে। এসময় আতিক হাত-পেটে চরমভাবে আঘাতপ্রাপ্ত হলে তাকে হাসপাতালে পাঠানো হয় যেখানে সে কয়েকদিন চিকিৎসাধীন থাকে। এবিষয়ে বিভিন্ন জায়গায় বিচার চেয়েও সঠিক বিচার পায়নি সে।পরবর্তীতে ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারী বাড়ি হতে বের হয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করার পর ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ফ্রান্সে গিয়ে পৌঁছান বলে জানান ভুক্তভোগী আতিক হাসানের পরিবার। আতিকের পিতা আব্দুল মান্নান তালিব বলেন, আমার ছেলে আতিককে না পেয়ে তারা আমাদের বাড়ীতে ভাংচুর করে এবং আতিককে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।
সম্পাদক: মোঃ এনামুল হক পাটোয়ারী, অফিস: ৩৮১, অটোবি মার্কেট,(৩য় তলা) ট্রাংক রোড,ফেনী।, 3900 ফেনী বাংলাদেশ। মোবাইল নাম্বার: +8801816-701613, +8801836645511, ইমেইল: nayapaigam@yahoo.com nayapaigam77@gmail.com