ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার(১৪ ডিসেম্বর) বিকালে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননার আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনালী জুয়েলার্সের সত্বাধিকারী ও সংগঠনের প্রধান উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু। বিশেষ অতিথি ছিলেন বারাকা এভিয়েশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সহিদুল ইসলাম মিয়াজী, সাংবাদিক এনএন জীবন, নুর উল্লাহ কায়সার, বিশিষ্ট্য ব্যবসায়ী কামরুজ্জামান ভূঞা, বিশিষ্ট্য ব্যবসায়ী অমল কান্তি বিশ্বাস, কবি ও সাহিত্যিক আবদুস সালাম ফরায়েজী। অনুষ্ঠানে আলোনা সভা শেষে সংগঠনটির মাধ্যমে সেরা রক্তাদাতাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথি ও সদস্যবৃন্দ
Leave a Reply