ছাগলনাইয়া প্রতিনিধিঃ কোন অবস্থাতেই কমছেনা পেঁয়াজের দাম। প্রতিদিনই লাপিয়ে লাপিয়ে বাড়ছে দাম। হতাশ বিক্রেতা ও ক্রেতা। পাশাপাশি শীত মৌসুমের নতুন সবজির মূল্য ও সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার বাইরে। গতকাল ছাগলনাইয়ার জমদ্দার বাজার গুরে দেখেন বাজারের অবস্থা। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকা, প্রতিকেজি রসুন ১৪০ টাকা, প্রতিকেজি আদা ২০০ টাকা, প্রতিকেজি শুকনো মরিচ ১৮০-২০০ টাকা, সবজি বাজারে গিয়ে দেখেন, প্রতিকেজি ফুলকপি ৭০-৮০ টাকা, প্রতিকেজি শসা ৮০-১০০ টাকা, গাজর ৮০ টাকা, সিম ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, সিসিঙ্গা ৭০-৮০ টাকা, বাদাকপি ৫০ টাকা, কাঁচামরিচ ৮০-১০০ টাকা, টমেটু ১০০-১২০ টাকা, মুলা প্রতিকেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। নাম প্রকাশে অন-ইচ্ছুক ক্রেতা জানান, ভাই আমরা অসহায় এবং খেটে খাওয়া দিন মজুর মানুষ। সারাদিন পরের কাজ করে ৪০০ শত টাকা পাই। সন্ধায় বাজারে গিয়ে দ্রব্যমূল্য দেখে হিমশিম খাই। এই অবস্থা চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। স্থানীয় প্রশাসন সহ সরকারের প্রতি আকুল আবেদন দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে এনে আমাদের বেঁচে থাকার সুযোগ করেদিন।