কাজী নুরুল আলম নিলুঃ ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামে (ছেরু মিয়া বাজার সংলগ্ন) পহেলা ডিসেম্ভর সম্পূর্ণ ফ্রিতে ভর্তি, মাসিক বেতন, ইউনিফর্মসহ শিক্ষার সকল আনুসাংঙ্গিক সরঞ্চাম বিদ্যালয় পক্ষ থেকে প্রদান করা হবে। বেগম শওকত আরা কেজি স্কুল এন্ড কলেজ। মরহুম রফিক আহম্মেদ ভূঁঞা ট্রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা জয়নাল আবদীন জাফর আহাম্মেদ ভূঁঞা জানান, অতি শিগ্রই আমরা রফিক আহাম্মদ ট্রাষ্টের আওতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছি। এরই মাঝে উল্লেখযোগ্য শওকত আরা কেজি স্কুল এন্ড কলেজ, নূরানী মাদ্রাসা। এলাকার ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষত করতে এবার আমাদের পরিকল্পনা জানুয়ারী ২০২০ থেকে বেগম শওকত আরা স্কুল এন্ড কলেজ শাখা আমরা চালু করতে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমরা বিদ্যালয় পহেলা ডিসেম্ভর হতে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি, মাসিক বেতন, ইউনিফর্মসহ শিক্ষার সকল আনুসাংঙ্গিক সরঞ্চাম প্রদান করবো। এব্যাপারে ফাউন্ডেশনের স্বর্ত্ত্বাধীকারী জয়নাল আবদীন জাফর এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা রফিক ভূঁঞা ফাউন্ডেশনের আওতায় প্রথমে প্লে গ্রুপ থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত এবং পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত চালু করবো। ২০২০ সালের মধ্যে কলেজ শাখাও চালু করার সিদ্ধান্ত রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের সুবিধা সমূহ ভর্তি ফি, মাসিক বেতন এবং পরীক্ষার ফি প্রতিষ্ঠান বহন করবে, ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম বিনামূল্যে প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে, পাঠ্য বইসমূহ প্রতিষ্ঠান থেকে বিনা মূল্যে প্রদান করা হবে, মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ পুরষ্কারের ব্যবস্থা রয়েছে। যাতায়াতের জন্য গাড়ী, ভ্যান গাড়ীর ব্যবস্থা থাকবে।