আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ফেনীর রুহিতিয়া থেকে এক ইউপি সদস্যের ছোট ভাইকে উঠিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৫ নভেম্বর সোমবার আনুমানিক সকাল ১০টায় ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতীয়ার গ্রামের ফরাজীবাড়ির সামছুল আলম রিপন এর ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু ইউছুপ সুজনের ছোট ভাই মোঃ ইউনুস সুমনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ জন সদস্য পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যায়। পরিবারের লোকজন জানায় তাদের মধ্যে ৩ জন পুলিশের পোশাক পরিহিত ছিল অপর দুইজন সাদা পোসাকদারী। পরিবারের লোকজন সুমনের খোঁজে ফেনী মডেল থানা, ডিবি কার্যালয়ে খোঁজ করে কোন সন্ধান পায়নি।সুমনের পিতা মোঃ সামসুল আলম রিপন ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। এ বিষয়ে পরিবারের লোকজন সুমনের সন্ধানে ফেনী জেলা পুলিশ প্রশাসনের সহোযোগিতা কামনা করেছেন।