শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
এইমাত্র পাওয়া সংবাদ :
Welcome To Our Website...

ছাগলনাইয়া ঘোপালে ২ জন শিক্ষক দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩০৪ বার পঠিত

ছাগলনাইয়া প্রতিতিনিধিঃ-ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষকের শূন্য পদগুলো পূরণ হচ্ছে না। ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে,তেমনি ক্ষতিগ্রস্থ হচ্ছে সুনাম ধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি এবং বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মরত দুইজন শিক্ষক।এর মাঝে একজন শিক্ষকের ছুটি কিংবা ট্রেডিং থাকলে বিদ্যালয় হয়ে যায় একেবারেই পঙ্গু। শিক্ষক-সংকটে থাকা ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও এ নিয়ে বিরক্ত।তারা জানান বারবার উপজেলা শিক্ষা অফিসে ধরনা দিয়েও সমস্যার সমাধান পাচ্ছেন না। তাই ক্ষুব্ধ অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মোল্লার কাছে বারবার কল দিলেও তার ব্যাবহারকৃত মোবাইল ফোনটি তিনি রিসিভ করেনি।উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান,বিদ্যালয়ে শিক্ষক সংকট বিষয়টি আমরা অবগত আছি।দীর্ঘদিন সরকারি নিয়োগ না থাকায় আমরা এই সংকট কাটাতে পারিনি তবে করোনা পরবর্তী সময় আমরা জয়পুর সরকারি প্রথমিক বিদ্যালয় থেকে একজন সংযোগ শিক্ষক দিয়ে বিদ্যালয়টি চালিয়েছি। তিনি আরো জানান এবার কিছু সরকারী প্রথমিক বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে আমরা জেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে দ্রুত ঘোপাল সরকারী প্রথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হবে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব শর্মা জানান,২০১৯ সালে প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষক বদলী হওয়ার পর অদ্যবধি এখনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। তাই দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ে শিক্ষক সংকটে দিন দিন শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে।এ ব্যাপারে ঘোপাল সরকারী প্রথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মোহাম্মদ মহসীন আলীর কাছে জানতে চাইলে তিনি জানান আমি বারবার উপজেলা শিক্ষা অফিসারের সহায়তা চেয়ে কোন সমাধান পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ সমূহ
© সর্বস্বত্ব সংরক্ষিত- 2024 এ ওয়েব সাইটে প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Design & Development By Hostitbd.Com