ছাগলনাইয়া প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ছাগলনাইয়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রবিরার বিকেল ৩ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজ মাদক সন্ত্রাস থেকে নিজেদের বিরত রাখছে। তাই ছাগলনাইয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মুখী করতে আমরা উপজেলা পরিষদ থেকে সকল প্রকার সহযোগিতা করবো। সহকারী শিক্ষক জাকির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম কিবরিয়া, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন সোহাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক , শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত ২২ ডিসেম্বর থেকে এক সপ্তাহব্যাপী এ ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম চলে।