নিজস্ব প্রতিনিধি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আবদুর রহিম (৩৫)। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে। সে ফেনী শহরের মাস্টার পাড়ায় ভাড়া বাসায় থাকে। আবদুর রহিমের স্ত্রী ফারজানা আক্তার টুম্পা জানান, তার স্বামী রহিম সিএনজি অটোরিক্্রা চালায় ও কৃষিকাজে বদলা দেয়। সোমবার ভোর ৬টার দিকে তাকে ফেনী সদর হাসপাতাল মোড় থেকে নিখোঁজ হয়। খবর পেয়ে থানা, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় গিয়ে তার খোজ পাননি। গতকাল মঙ্গলবার সকালে খবর পান ফুলগাজীর রেললাইনের উপর থেকে রহিমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ফুলগাজী থানা পুলিশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকালে মুন্সিরহাট এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রাম পুলিশ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে থেকে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।