পরশুরাম প্রতিনিধি:-পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলেছেন, ফেনী এবং মীরসরাই এক-অভিন্ন। আমাদের ভাষাও এক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট ছোট কিছু প্রকল্প দিয়েছিলেন। ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের লোকজন ফেনী হয়ে চট্টগ্রাম যেতে হয়। সেই প্রকল্প থেকে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ঘোপাল ইউনিয়নে একটা ব্রীজ হচ্ছে। যেন এই এলাকার বাসিন্দারা শান্তিরহাট-বারইয়ারহাট হয়ে যেন সহজে চট্টগ্রাম যেতে পারে। ফলে ফেনীর সাথে মীরসরাইয়ের সাথে সেতুবন্ধন হবে।ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি টাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: ইয়াছিন শরীফ মজুমদারের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন।এসময় উপস্থিত ছিলেন অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল আলম শাহীন, ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানএটিএম ফেয়ারুল ইসলাম, ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী ও হোসনে আরা ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেছবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলফাইনাল খেলায় টিটিএল পরশুরাম ২-০ সেটে এফবিসি ফেনীকে পরাজিত করে।চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত ১৭ ডিসেম্বর ফেনী জেলার ২৬ টি দলের অংশগ্রহনে টুর্নামেন্টের উদ্বোধন হয়। চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানী ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা।হয়।এদিকে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দুপুরে ফেনী পৌছলে দলীয় নেতাকর্মীরা তাকে বিপুল অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর।সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন
Leave a Reply
You must be logged in to post a comment.