সোনাগাজী প্রতিনিধিঃ-সোনাগাজী পৌরসভার ৪নং ওয়ার্ডের পান্ডববাড়ী একতা সংস্থার আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে পান্ডববাড়ী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১ এর উদ্বোধনীয় অনুষ্ঠান শুক্রবার সন্ধায় মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক আলমগীর হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল।বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন রিপন, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি আজগর হোসেন। এসময় সোনাগাজী ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অভিভাবক সদস্য নিজাম উদ্দিন, ওয়ালী আল হায়দারীয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম, পৌর শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম হেলাল, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন রুবেল, হ্যাপী ক্লাব সোনাগাজীর মোহাম্মদ ইলিয়াস, পৌর ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন জয় সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের শুরুতে দোয়া পরিচালনা করেন, সোনাগাজী উপজেলা ইমাম সমিতির সভাপতি ও বাস স্ট্যান্ড জামে মসজদের ইমাম কাম খতিব মাওলানা ফারুক হোসেন।টুর্নামেন্টে টু ব্রাদার্স, হাসনাহেনা, সোনাগাজী, ধ্রুবতারা স্বপ্নতারা, রয়েল চেলেঞ্জার, কাশবন, মায়ের স্বপ্ন, গোলাপ, রিলাক্স, কিং কোবরা, ডেঞ্জার বয় জুটি অংশগ্রহণ করে।
Leave a Reply
You must be logged in to post a comment.