দাগনভূঞা প্রতিনিধি:-দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্ন স্থানে গতকার সোমবার দুপুরে ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার ব্যবস্থাপনায় এবং ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির তত্ত¡াবধানে গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, ক্যাপ্টেন ফজলে রাব্বী নিলয়, উপজেলা সমাজসেবা অফিসার আবদুর রহমান, ওয়ারেন্ট অফিসার মাহাবুব, সার্জেন্ট হাসান, কর্পোরাল বলরাম, ল্যান্স কর্পোরাল আমির, চাঁন, আমিনুল, প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাছান কচি প্রমুখ। অনুষ্ঠান শেষে দেড়শতাধিক গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.