স্টাফ রিপোর্টারঃ-ফেনীতে বিভিন্ন অপরাধে ১৫ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার জেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।গতকাল বুধবার বিকাল ৪টার দিকে ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা। বড় বাজারে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীর ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পরায় আরও ২ জনকে ২শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।একইভাবে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বশিকপুর ও জিএমহাট বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম এ অভিযান পরিচালনা করেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিচালিত অভিযানে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৭ জনকে ১ হাজার টাকা ৬শ টাকা জরিমানা করা হয়েছে।পরশুরাম উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন আক্তার। তিনি জানান, অভিযানে মাস্ক না পরায় ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১৫ জনকে ১০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।অভিযান চলাকালে করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকারের বিধি নিষেধ মেনে চলতে জনসাধারণের মাঝে সচেতনতা মূলক নির্দেশনা দেয়া হয়।এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.