নিজস্ব প্রতিনিধিঃ-শত বছরের পুরোনো ছাগলনাইয়া পৌরসভার মির্জার বাজার গরুরহাটের জায়গায় অবৈধভাবে রাস্তা নিমার্ণের অভিযোগ পাওয়া গেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অপরদিকে, বাজারের উত্তর পাশের আলম পাটোয়ারীর রাস্তা অক্ষত থাকলেও হুমকি-ধামকি দিয়ে দক্ষিণ পাশের মির্জা সামছুল আলমের করা রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে পৌর যুবলীগের সভাপতি কাজী নুরুল আলমের বিরুদ্ধে । এ ঘটনায় যুবলীগ নেতা কাজী নুরুল আলমসহ পাঁচজনের নাম উল্লেখ করে ১৫/২০ জনের নামে থানায় অভিযোগ দিয়েছে মির্জা সামছুল আলম। জানাগেছে, দুরদুরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীদের প্রতি প্রভাবশালীদের খারাপ আচরণ ও স্থানীদের মধ্যে দ্বন্দ সংঘাতের জের ধরে কয়েকবছর যাবত মির্জার বাজারে গরুরহাট বসে না। গরুরহাট না বসার সুযোগে নিজেদের সুবিধামতো দখল নিয়ে রাস্তা তৈরি, কাঠ, ইট-বালির বাজার বসিয়েছে স্থানীয় প্রভাবশালীরা । মির্জা সামছুল আলম ও তার ভাই পুলিশ অফিসার নুরুল আলমগংরা ৩০-৩৫ বছর ধরে মির্জার বাজার গরুরহাটের পাশে বাড়ি করে বসতি স্থাপন করেন।তাদের প্রতিবেশি নুর আলম পাটোয়ারীসহ দু-পক্ষ বাজারের খোলা জায়গার ওপর দিয়ে হাটা-চলাচল করে আসছে।গত ২৬মার্চ দু-পক্ষ বাজারের দু-পাশে ইটের সলিং করে দুইটি রাস্তা তৈরি করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষের দেখা দেয় । গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে হুমকি-ধামকি দিয়ে ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি কাজী নুরুল আলম ও আলম পাটোয়ারীর নেতৃত্বে ১৫-২০ জন একত্রিত হয়ে মির্জা সামছুল আলমের করা রাস্তার ইট তুলে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের বলেন,সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.