নিজস্ব প্রতিনিধিঃ-বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মরহুম মকবুল আহমাদ এর কবর জিয়ারত করলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী। গতকাল শনিবার দুপুরে মকবুল আহমদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে তিনি জিয়ারতে অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আবদুল মালেক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা দিদারুল আলম মজুমদার, মরহুম মকবুল আহমাদ এর বড় ছেলে মো. মাসুদ, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালাহ উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির মুজিবুর রহমান, সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল ওহাব, সাবেক আমীর কাজী আব্দুল মতিন ভূঁইয়া, জামায়াত নেতা শহীদ উল্যাহ, মো. ইলিয়াস, নজির আহাম্মদ, ফজলুর রহমান, ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা আবু নাসের, মাওলানা শাহ আলম, মাওলানা আনোয়ার হোসেন সহ বিপুল সংখ্যক মুসল্লি জিয়ারতের অংশগ্রহণ করেন।এ সময় শামীম সাঈদী বলেন, জামায়াতে ইসলামীতে যারা আমীর ও ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে মকবুল আহমাদ সবচাইতে সহজ ও নরম প্রকৃতির ছিলেন। তিনি কঠিন সময়ে জামায়াতের দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো ভালো মানুষ বর্তমান সময়ে বিরল। আল্লাহ তায়ালা মকবুল আহমাদের সকল ভালো কাজকে কবুল করুন ও তাকে জান্নাতবাসী করুন।উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদ ২০২১ সালের ১৩ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। একইদিন রাতে জানাজা শেষে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। তিনি ১৯৩৯ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন।