পরশুরাম প্রতিনিধি ঃ-বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় পরশুরাম উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও দোয়ার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এছাড়া উপস্থিতিতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী, মির্জানগর ইউনিয় আওয়ামীলীগের সভাপতি মাষ্টার জামসেদুল আলম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুট্ট, চিথলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।