দাগনভূঞা প্রতিনিধিঃ-দাগনভূঞায় ওমান প্রবাসীর স্ত্রীকে (২৬) ধর্ষন চেষ্টার অভিযোগে গত শুক্রবার রাতে নিজাম উদ্দিন নামের এক চাচা শ্বশুরকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার আশ্রাফপুর গ্রামের চনু পাটোয়ারী বাড়ীর মৃত মহরম আলীর ছেলে নিজাম উদ্দিন গত ১৬ জুন রাতে পার্শ্ববর্তী দক্ষিন নেয়াজপুর গ্রামের ওমান প্রবাসীর নতুন বাড়ীতে ধামা নিয়ে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা চালায়। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে ভুক্তভোগীর ছেলে ও মেয়ের ঘুম ভেঙ্গে যায়। ভিকটিম ও সন্তানদের চিৎকারে দোঁড়ে পালিয়ে যায় চাচা শ্বশুর। গত ১৯ জুন শরীরের ব্যাথা বেড়ে গেলে দাগনভূঞা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন ভুক্তভোগী। আতœীয় স্বজন ও স্বামীর সাথে পরামর্শ করে গত শুক্রবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে চাচা শ্বশুরকে আসামী করে মামলা করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই আনোয়ার হোসেন এজহার নামীয় আসামী নিজামকে নিজ বাড়ী থেকে গ্রেফেতার করে থানায় নিয়ে আসে। ঘটনার সাথে আসামী জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানান মামলা তদন্তকারী অফিসার । বাদীনী জানান, নিজাম আমার দূরসর্ম্পকের চাচা শ্বশুর। বাড়িতে কেউ না থাকার সুযোগে ধামা নিয়ে ঘরে প্রবেশ করে ধর্ষন চেষ্টা চালায়। থানার পুলিশ পরিদর্শক পার্থ প্রতিমদেব মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।