ফেনীর কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামে ১৪ বছর বয়সি বৃষ্টি রানী দাস নামের একটি মেয়কে জোর পূবর্ক বিয়ে দিচ্ছিল তার পরিবার, মেয়টি নবম শ্রেনীর ছাত্রী, এক বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ছুটে জান হিউম্যান রাইট্স ওয়াচ এর ফেনী জেলার প্রধান সমন্নয়ক ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম জাবের, দৈনিক ভোরের কলামের জেলা প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী, সত্যের অনুসন্ধানের জলা প্রতিনিধি তানভির হামজা মিয়াজি, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল আলম রাজু, ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে ওই ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ লিটন এর উপস্থিতিতে মেয়েটির মা এবং বাবার সাথে কথা বলে বিয়ের আয়োজন বন্ধ করাহয়, এবং উপস্থিত সকলের সামনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা রাখেন মুজাহিদুল ইসলাম জাবের। তার সাথে সুর মিলিয়ে ওয়ার্ড মেম্বার লিটন বলেন বাল্যবিবাহ একটি শাস্তি যোগ্য অপরাধ। তিনি আরোও বলেন এই ঘটনার পুনরাবৃত্তি হলে আইনআনুক ব্যবস্থা নিবেন বলে সাপ জানিয়ে দেন বৃষ্টির মা বাবাকে, তাছাড়া মেয়টির ১৮ বছর পূর্ণ না হওয়া পযর্ন্ত পড়াশুনা চালিয়ে জাবার ও বিয়ে না দেওয়ার পরামর্শ দেন।