নিজস্ব প্রতিনিধিঃ-মিজানুর রহমান, পিতা-মৃত সফিকুর রহমান,সাং-বেতাগাঁও,নুর মিয়া সওদাগর বাড়ী,থানা-ফেনী সদর,জেলা-ফেনী বর্তমানে সৌদি আরবে কর্মরত।গত প্রায় ৭ মাস পুর্বে আইরিন ওমর পপি,পিতা-ফারুক আহমেদ,সাং -মধ্যম ধলিয়া,থানা-ফেনী সদর,জেলা-ফেনীর সহিত মিজানুর রহমানের বিবাহ হয়।বিবাহের কিছুদিন পর সে সৌদি আরব চলে যায়।আইরিন ওমর পপি আামার বাড়িতে বসবাস করে।বিয়ের পূর্বে আইরিন ওমর পপির সাথে তাহার ফুফাতো ভাই আবদুল্লাহ আল নোমানের সম্পর্ক ছিল সে সুবাদে স্বামী বিদেশ চলে যাওয়ার সুযোগে তার সাথে অবৈধ সম্পর্ক আরো গভীর হয়।মিজানের পারিবারিক সুত্রে জানা যায় গত ১২-১০-২০২১ ইং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে। সকালে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠার পর সবাই দেখে ঘরের দরজা খোলা তখন ঘরের সবাই ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ নেই।তখন দেখে আইরিন ওমর পপি ঘরে নেই এবং আলমারির দরজাও খোলা দেখা যায় সেই সাথে আলমারিতে থাকা প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ ২,০০,০০০/- টাকা নিয়ে সে তার বিয়ের পূর্বে সম্পর্ক থাকা ফুফাতো ভাই আবদুল্লাহ আল নোমানের সাথে পালিয়ে যায়।এব্যাপারে মিজানের বড় ভাই তার পর দিন ১৩-১০-২০২১ইং তারিখে ফেনী মডেল থানায় হাজির হইয়া আইরিন ওমর পপির ফুফাতো ভাই আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। কিন্তু পপির বাবা মিজানের পরিবারকে উল্টো বিভিন্নভাবে ভয়ভিতি দিখিয়ে হয়রানি করতেছে।এব্যাপারে হয়রানি থেকে পরিত্রান পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।