স্টাফ রিপোর্টারঃ-ছাগলনাইয়ায় ৫টি ইউনিয়ন ও পরশুরাম উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, যে বিশ্বাস ও আস্থা নিয়ে জনগণ আপনাদের ভোট দিয়েছেন,সে বিশ্বাসের মর্যাদা ধরে রাখতে হবে।নির্বাচিত চেয়ারম্যানদের সেবা মুলক আইন বিষয়ে সজাগ থাকতে হবে।উন্নয়নের যাত্রা গতিশীল করতে সকলকে সামিল হতে হবে। সুতরাং মানুষের সাথে সেই ওয়াদা ও মর্যাদাটুকু রক্ষা করতে হবে।গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় ছাগলনাইয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আরো বলেন, যথাযথভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে। নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাজনৈতিক আক্রোশ, নির্বাচনে বিরোধী এবং প্রতিদ্বন্ধীতা বিষয়টি একেবারেই ভুলে সবার সাথে সমন্বয় করে কাজ করলে সে কাজে অনেক সুফল পাওয়া যাবে।ডিডিএলজি ফেনী জেলা শাখার উপ-পরিচালক ডক্টর মঞ্জুরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত,জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন মহামায়া ইউনিয়নের শাহজাহান মিনু, পাঠাননগর ইউনিয়নের রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, রাধানগর ইউনিয়নের মোঃ মোশারফ হোসেন মজুমদার, ঘোপাল ইউনিয়নের মোহাম্মদ সেলিম ও শুভপুর ইউনিয়নের আজিজুর রহমান মজনু পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের আবদুল গফুর ও চিথলিয়া ইউনিয়নের জসিম উদ্দিন। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। উল্লেখ্য,গত ২৮ শে নভেম্বর ২০২১ ছাগলনাইয়া উপজেলার ৫টি ও পরশুরাম উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তারা প্রত্যেকেই বাংলাদেশ আ’লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়। এদিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান ভূট্রু একটি হত্যা মামলার আসামী হয়ে কারান্তরীন থাকায় তিনি শপথ নিতে পারেননি।