সোনাগাজী প্রতিনিধি:-ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামে শালিশী বৈঠকে প্রতিপক্ষের হামলায় মোঃ ইউনুস নামে একজন আহত হয়েছে। আহত ইউনুস মাশাল্লা মাঝি বাড়ীর ফজলুল হকের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন হামলার স্বীকার ইউনুস।অভিযোগ সূত্রে জানাযায়, একই বাড়ীর আজিজুল হক বাবলু গংদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ সমাধানকল্পে গতকাল মঙ্গলবার সামাজিক ভাবে শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় পূর্বপরিকল্পিত ভাবে অভিযুক্তরা ইউনুস এর উপর অতর্কিত হামলা করে। লোহার রডের আঘাতে ইউনুসের মাথায় রক্তাক্ত জখম হয়। এছাড়াও অভিযুক্তরা এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে ইউনুসকে জখম করে। এ ঘটনায় ইউনুস বাদী হয়ে একই বাড়ীর জিয়াউল হক এর ছেলে আজিজুল হক বাবলু ও করিমুল হক ডালিমকে আসামী করে অভিযোগ দায়ের করেন।স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ শাহাজাহান জানান, শালিশী বৈঠক শেষে চলে যাওয়ার পর দুপুরের সময় মারামারি হয়েছে শুনেছি। এবং হাসপাতালেও চিকিৎসাহ নিচ্ছে। তাকে মোবাইল করে জানিয়েছেন বলেও জানান তিনি।সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম পলাশ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে তদন্ত পূর্বক আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানান।