সোনাগাজী প্রতিনিধি:-ফেনীর সোনাগাজীতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এইচআরআরএস উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারেক আহমদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন।এসময় সোনাগাজী পৌরসভা ৫নং ওয়ার্ড প্রবাসী মোহাম্মদ বেলায়েত হোসেন। বগাদানা ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার লক্ষী রানী দাস সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোহাম্মদ হানিফ জানান, উপজেলা অর্ধশতাধিক প্রতিবন্ধিদের শীতবস্ত্র দেয়া হয়।