ফেনী জেলার সিভিল সার্জন ডাঃ রফিক-উস্-ছালেহীনের নির্দেশে ফেনী জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক পরিদর্শন করেন ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসিফ উদ্দৌলা, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ যুবায়ের ইবনে খায়ের এবং ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিস্ট জনাব ইমরান ভূঞা। ফেনীর বিভিন্ন ডায়াগনোস্টিক ও ক্লিনিকসমূহের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এই পরিদর্শন কর্মসূচি প্রতিনিয়ত চলমান আছে। পরিদর্শনকালে হাসপাতাল সমূহের ল্যাব ব্যাবস্থাপনা, লাইসেন্স সমূহের হালনাগাদ, বর্জ্য ব্যাবস্থাপনা, ফার্মেসী সেবাসহ চলমান স্বাস্থ্যসেবার সকল কার্যপরিধি তদারকিপূর্বক পরামর্শ ও নির্দেশ প্রদান করা হয়।