ছাগলনাইয়া প্রতিনিধিঃ-ছাগলনাইয়া উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে। শিক্ষক সমিতির সভাপতি শেখ জালালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রৌশনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এটিও ফেনী সদর আবদুল গণী এটিও ছাগলনাইয়া মোঃ শাহ আলম,মহিলা কাউন্সিলর জাহানারা আক্তার ও সালমা আক্তার, শিক্ষক নেতা শামছুল আরেফিন খন্দকার কাঞ্চন, মুন্সী দেলোয়ার, আবদুল কাইউম চৌধুরী প্রমুখ সহ উপজেলার সকল প্রাথমিক শিক্ষক,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মুনাজাত করেন উপজেলা জামে মসজিদের খতিব আতাউল্ল্যাহ সিফাত।