বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে,এক দলের পক্ষে এটাকে পূর্ণগঠন করা যাবে না।শনিবার (১৪ মে) বিকেলে ফেনী শহরের ইসলামপুর রোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ফেনী জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ভিপি হারুন ও জামাল উদ্দিন। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, ফেনী জেলা যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, ইয়াকুব নবী, আলা উদ্দিন গঠন,আনোয়ার হোসেন, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, ফেনী পৌর সদস্য সচিব মেসবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম ভূঁঞাসহ আরও অনেকে।সমাবেশ শহরের ট্রাংক রোডের ফেনী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশী বাঁধার কারণে সেখানে করতে পারেনি বলে জেলা বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন।বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, সরকারের পতনের পর একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। সমস্ত বিভাগ ধ্বংস হয়ে গেছে। এক দলের পক্ষে এটাকে পুর্নগঠন করতে হলে জাতীয় সরকারের বিকল্প নেই।