দাগনভুইয়া প্রতিনিধিঃ-ফেনীর দাগনভুইয়া উপজেলার জায়লস্করে বেলাল হোসেনের গরু চুরির ঘটনায় ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।জানা যায়, বেলাল হোসেনের আয়ের উৎস ১টি দুগ্ধ গাভী ও ১টি বাছুর চুরি করে অন্যত্র বিক্রয় করে দেয় চোর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকা হতে চোরাইকৃত গাভী ও বাছুর উদ্ধার করে।এসময় পেশাদার গরু চোর জয়নাল আবেদীন বিপ্লব (২০), মোঃ জাবেদ উল্লাহ অনিক (২৩), ছাইদুল হক (২৮) ও আব্দুল মান্নান প্রকাশ মানিক (২৭) কে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত বিপ্লব নোয়াখালী জেলার কবিরহাট থানার বদর এলাকার আব্দুল লতিফ, অনিক বিরলী গ্রামের মোঃ হাবিব উল্যাহ, ছাইদুল একই গ্রামের মৃত কালা মিয়া ও মানিক রতনপুরের আব্দুল মোতালেবের ছেলে।