শহর প্রতিনিধিঃ-ফেনীতে পুলিশী বাধা উপেক্ষা করে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশালীন মন্তব্য করা ও ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশের আতর্কিত হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল সোমবার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।এদিকে মিছিল শেষে ফেরার পথে ছাত্রদলের ৭/৮জন নেতাকর্মীকে আটক করেছে বলে দাবী করেছেন জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাউদ্দিন মামুন। তিনি জানান পুলিশ প্রথমে বিনা উস্কানিতে তাদের মিছিলে বাধা দেয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে তারা মিছিল শেষে সমাবেশে করেন।