সোনাগাজী প্রতিনিধি:-ফেনীর সোনাগাজীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক-বালকিা ফুটবল টুর্ণামেন্ট গতকাল সোমবার সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিকের সভাপতিত্বে খেলার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক। এসময় উপস্থিত ছিলেন,সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জোবেদা নাহার মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাউন্সিলর নাছির উদ্দিন রিপন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, মজলিশপুর চেয়ারম্যান এমএ হোসেন, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন প্রমুখ।উদ্বোধনীয় খেলায় নবাবপুর একাদশকে হারিয়ে চরচান্দিয়া একাদশ বিজয় লাভ করে। খেলায় নয় ইউনিয়ন ও পৌরসভা প্রতিদ্বন্দ্বিতা করবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৬ মে বৃহস্পতিবার।