ছাগলনাইয়া প্রতিনিধিঃ-আগামী ২৩শে জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও ২৫শে জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধ উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পাঠাননগর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের,নেতৃবৃন্দ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর, মেম্বার বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী ২৫ শে জুন পদ্মা সেতু উদ্বোধনের সফলতা কামনা করেন। এবং দলীয় নেতাকর্মীদের রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.