সোনাগাজী প্রতিনিধি:-ফেনীর সোনাগাজীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূইয়া) সার্কেল মোঃ মাশকুর রহমান বিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।দিনব্যাপী কর্মশালায় নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদুৎ, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রধানমন্ত্রীর এ বিশেষ ১০টি উদ্যোগ উদ্ভাবনীর বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।এসময় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
Leave a Reply
You must be logged in to post a comment.