নিজস্ব প্রতিনিধিঃ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ন্ত্রণের লক্ষরের অংশ হিসাবে ২৮-ই জুন মঙ্গলবার স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্তিতিতে জি এম হাট ইউনিয়ন এর চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেন রতন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।স্থানীয় তরুণদের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রায়াসে বৃক্ষরোপণ কর্মসূচিটি আয়োজিত হয় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জি এম হাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজদাত হোসেন তনিম, ছাত্রলীগ সহসভাপতি মোজাম্মেল সহ অনেকে।এই সময় চেয়ারম্যান বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিষয়ে সবাইকে সচেতন করেন।এই ব্যাপারে তিনি তরুণ প্রজন্মের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।তিনি আরো বলেন সবাই যেন নিজ নিজ আঙিনায় এবং উন্মুক্ত স্থানে কমপক্ষে দুইটি করে হলেও ফল এবং ঔষধী গাছ রোপণ করেন।