নিজস্ব প্রতিনিধিঃ-ফেনীতে বিপুল পরিমাণ নতুন মাদক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় আল মামুম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। আল মামুম নোয়াখালী জেলার চরজব্বরন থানাধীন ক্লার্ক ( বাবুলের বাড়ি) মৃত আবু নাছের ও লায়লা বেগমের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় ফেনী সদর মডেল থানাধীন চাড়ীপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আল মামুন(৩০) কে গ্রেফতার পূর্বক তার কাছ থেকে ৭০০০ (সাত হাজার) পিস ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয় বলে জানান ওসি নিজাম উদ্দিন। উল্লেখ্য, ট্যাপেন্টাডল টেবলেট ব্যথানাশক ওষুধ হলেও এ ট্যাবলেটই এখন ব্যবহৃত হচ্ছে ইয়াবা আর হেরোইনের বিকল্প হিসেবে। গুঁড়ো করে ইয়াবা আর হেরোইনের মতো সেবন করছেন মাদকসেবীরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাব আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সুপারিশের ভিত্তিতে গত ৯ জুন ট্যাপেন্টাডল ট্যাবলেট নিষিদ্ধ করে সরকার। এটিকে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করা হয়।