সোনাগাজী প্রতিনিধি:-২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা গতকাল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত।শুরুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। এরপর উপজেলা কার্যালয় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রদক্ষিন করে।উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হক, সহ সভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন,বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল করিম সাইফুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ রফিক, ইব্রাহীম খলিল,শেষে নেতাকর্মীরা সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।