অ্যাডভোকেট আকরামুজ্জমান সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন।এলাকার উন্নয়নেও তাঁর ব্যাপক অবদান রয়েছে। তাই এ মহান মানুষের জন্য আমরা যদি কিছু করতে পারি,তবে তাঁর আত্মা শান্তি পাবে।তিনি শনিবার (২৯ জুন) জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল আয়োজিত ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল এসব কথা বলেন।তিনি আরো বলেন, শ্রদ্ধেয় আকরামুজ্জমানের সাথে আমার ফেনী ডায়াবেটিক হাসপাতালেও একসাথে কাজ করার সুযোগ হয়েছিল।তিনি সবসময় সঠিক সিদ্ধান্ত দিতেন।তিনি স্বাস্থ্যক্যাম্প আয়োজনের প্রশংসা করে বলেন,আগামীতে ডায়াবেটিক সমিতির সহযোগিতায় আরো বড় পরিসরে আমরা এ ধরণের আয়োজন করব-যেখানে এলাকার সকলকে সেবা দেয়া সম্ভব হবে।মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পে প্রায় ৬ শতাধিক রোগীকে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ দেয়া হয়।ক্যাম্পে সেবা দেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. তাকয়ীম মোহাম্মদ,ডা. তানভীর আহমেদ রাফসান,ডা. জান্নাতুল সানজিয়া তাহসিন,খাইয়ারা উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ফাহমিনা আশানুর রুমানা,কালিদহ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সামছুদ্দিন পাটোয়ারি,উপ সহকারী মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস,শিপলু বেপারী।তাদের সহায়তা করেন মোটবী ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক পরেশ চন্দ্র দেবনাথ, মো. খায়েজ আহাম্মদ ও রহমত আলী। সার্বিক ব্যাবস্থাপনায় ছিল রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল।শৃঙ্খলার দায়িত্বে ছিলেন রোটার্যক্ট ক্লাবের সদস্যরা।সমাপনী পর্বে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক সেলিমের সভাপতিত্বে ও রোটারিয়ান আবু জোবায়ের মুননার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।এসময় বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট কেফায়েত উল্যাহ,মরহুমের ছোট ছেলে সাইদুজ্জামান শরীফ,ভ্রাতুষ্পুত্র আসাদুজ্জামান দারা,রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শাহজামান দুলু।
Leave a Reply