রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় মো. ইলিয়াস হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের বালুখালী ইউনিয়নের নার্সারী সংলগ্ন এলাকার হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস জেলার বরকল উপজেলার মো. ইব্রাহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বালুখালী ইউনিয়নের নার্সারী সংলগ্ন এলাকায় কাপ্তাই হ্রদে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বাংলানিউজকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার-পরিজনকে খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
Leave a Reply