ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক সংলগ্ন এলাকায় ও মহিপাল হাইওয়ে থানার সামনে কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে মহাসড়কের ওপর পড়েছে। এতে মহাসড়কের একপাশে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ থাকায় আনুমানিক ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।সোমবার (৬ মে) ৩টার দিকে ফেনীর মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সাড়ে ১২টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। তীব্র ঝড়ে দুই স্থানে গাছ উপড়ে পড়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে আনুমানিক ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়ক থেকে গাছ অপসারণের কাজ চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। অল্প সময়ের মধ্যেই অপসারণ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে ঢাকামুখী লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।ফেনী ফায়ার স্টেশনের লিডার উজ্জ্বল বনিক জানান, একপাশ বন্ধ আছে। আরেক পাশের লেন চালু আছে। অল্প সময়ের মধ্যে চট্টগ্রামমুখী লেন যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে বলেও জানান তিনি।আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মুজিবুর রহমান জানিয়েছেন, বৃষ্টি শুরু হয়েছে দুপুর সাড়ে ১২ টায়।বিকেল ৩ টা পর্যন্ত ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Leave a Reply