ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ায় সুলতান আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি, দাখিল,ভোকেশনাল ২০২২ সালে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের মঙ্গলবার (২৪ জানুয়ারী) পৌরসভার রৌশন ফকির দরগাহ মাদ্রাসা ময়দানে সংবর্ধনা প্রদান করা হয়। আলহাজ্ব সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে মহামায়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ ফখরুল ইসলাম, ছাগলনাইয়া থানার ওসি তদন্ত কাজি মোঃ রফিক আহম্মেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার কাজী সামিউল হক।এসময় বক্তব্য রাখেন ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা হোসাইন আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার, পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে ১৫৮ জন জিপিএ প্রাপ্ত ছাত্র /ছাত্রীকে সংবর্ধিত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীদের অবিভাবক, উপজেলার জিপিএ ৫ প্রাপ্ত ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থী বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সকল জিপিএ ৫ প্রাপ্তদের ক্রেষ্ট, শিক্ষা উপকরণ ও সন্মানী ভাতা প্রদান করাহয়।
Leave a Reply