নিজস্ব প্রতিনিধি
বিসিক শিল্পমালিক সমিতি,নিজকুঞ্জরা,ছাগলনাইয়া,ফেনী’র আয়োজনে গতকাল সোমবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন(বিসিক) শিল্পনগরী নিজকুঞ্জরা,ফেনী পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলাপ্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ,বিসিক জেলা কার্যালয়, সহকারী মহাব্যবস্থাপক হালিম উল্ল্যাহ,ছাগলনাইয়া ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সহকারী কমিশনার (ভূমি), মো:ফখরুল ইসলাম,জেলা প্রশাসকের কার্যালয়,সহকারী কমিশনার মুক্তা গোস্বামী, তানভীর আহমেদ,শিফাত বিনতে আরা,বিভিন্ন শিল্প উদ্যোক্তাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।ছাগলনাইয়া বিসিক শিল্প মালিক সমিতি,নিজকুঞ্জরা আহবায়ক ক্যাঙ্গারু ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,একটা দেশ উদ্যোক্তাদের মাধ্যমে উন্নত,সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে।২০৪১ সালের মাঝে উন্নত বাংলাদেশ গড়তে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি আরও বলেন উন্নত বাংলাদেশ গড়তে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা ও নিরাপত্তার ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে।
Leave a Reply