আমলাতান্ত্রিক জটিলতায় দখল ও দূষণে মৃতপ্রায় ফেনীর দাগনভূঁঞার দাদনা খাল।খালটি রক্ষণাবেক্ষণের দায়ভার পৌরসভার না বিএডিসির এই দ্বন্দ্বে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি।আবার খালটি দখল করে বিভিন্ন স্থাপনাও তৈরি করেছে স্থানীয় প্রভাবশালীরা।ফলে পানি প্রবাহে স্বাভাবিক গতি হারিয়েছে খালটি।একসময় শহরের জলবদ্ধতা দূরীকরণ ও আশপাশের ত্রিশটি এলাকার পানির চাহিদা মেটাতো ফেনীর দাদনা খাল। কিন্তু এখন পাল্টেছে দৃশ্যপট, এই খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।সেচ সুবিধা সার্বিক ক্ষতির মুখে পড়েছে এবং জলবদ্ধতার পাশাপাশি হুমকির মুখে পড়েছে পরিবেশ। স্থানীয়দের আশা, সরকার এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে অবৈধ দখলমুক্ত হয়ে পূর্বের ভরা যৌবনে ফিরে আসবে দাদনা খাল।নোয়াখালীর কবিরহাট পয়েন্টে ছোট ফেনী নদীর সঙ্গমস্থল থেকে দাদনা খালের উৎপত্তি। একদিকে ফেনীর দাগনভূঁঞার মাতুভূঞা ব্রিজ সংলগ্ন ছোট ফেনী নদী ও অন্যদিকে সেবারহাট বাজার সংলগ্ন খাল। দীর্ঘ আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ উপজেলার সীমানায় যুক্ত হয়ে দাগনভূঁঞা-বসুরহাট সড়কের পাশ ঘেঁষে ফেনীর দাগনভূঁঞা পৌরসভায় প্রবেশ কওে খালটি।এলাকাবাসী জানান, দাগনভূঁঞা পৌর এলাকার ৬ কিলোমিটার দীর্ঘ দাদনা খালের পানি দিয়ে কৃষকরা চাষাবাদ করে। খালের পাশ ৬৫ ফুট হলেও এখন রয়েছে ১০ থেকে ১৫ ফুট। ফলে পানি প্রবাহে স্বাভাবিক গতি হারিয়েছে দাদনা খাল। খালের আশপাশে প্রায় ত্রিশটি গ্রাম ও পৌর এলাকার সেচ সুবিধা সার্বিক ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে খালটি যেন দখলদারদের পৈত্রিক সম্পত্তি। খালটি দখলমুক্ত না হওয়ায় বাজারসহ পৌর এলাকার অনেক স্থানে সামান্য বৃষ্টিতে পানি জমে যায়।পানিতে সড়ক ডুবে চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয় স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী ও পৌর নাগরিকদের। এছাড়া দাগনভূঁঞা সীমানায় ১৩ কিলোমিটার এবং ৬ কিলোমিটার নোয়াখালীর সেনবাগ উপজেলার সংযোগ স্থলজুড়ে বিস্তৃত দাদনা খালটি।খালের ১৯ কিলোমিটার এলাকা প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দখলে চলে গেছে বলে অভিযোগ রয়েছে।দাগনভূঁঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান জানান, দাদনা খাল এখন মরা খালে পরিনত হয়েছে।খালের প্রায় ৮০ শতাংশ জায়গা দাগনভূঁঞার অসংখ্য প্রভাবশালী লোকের দখলে আছে।এটি দখল মুক্ত করতে পৌরসভার একার পক্ষে সম্ভব না। জেলা প্রশাসন,পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি সকলে মিলে সহযোগিতা করলে সম্ভব।দাগনভূঁঞা উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা জানান, খালটি পৌরসভা না বিএডিসি দেখবে এটি নিয়ে সমস্যা হয়েছে। অবৈধ দখলের বিষয়ে আমরা সবসময় কঠোর অবস্থানে থাকি। নজরে আসলে ব্যবস্থা নিব।ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহারিয়ার জানান, দাদনা খালটা আমাদের অধীনে না, তবুও সেচ স্কিম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। পানি স্বল্পতা থাকলে আগামী অর্থ বছরে খাল খননের জন্য বরাদ্ধ চাইব।
Leave a Reply