ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজীতে ২টি গরু চুরি হওয়ার প্রায় ১৮ দিন পরে উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ। সে সাথে ৪ গরু চোরকে সনাক্তকরে আটক করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দঃ করইয়া গ্রামের ভূঁঞা বাড়ীর মাহবুবুল করিম ভূঁঞার গোয়াল ঘর থেকে গত ২০ ডিসেম্বর রাতে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে সঙ্গবদ্ধ চোরের দল তার ১টি লাল রঙ্গের গাভিন গরু ও অপর ১টি লাল রঙ্গের গরু চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে গরুর মালিক বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা করেন।মামলার পরিপ্রেক্ষিতে ফুলগাজী থানার উপ-পরিদর্শক আক্তার হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারী রাত সাড়ে ১১ ঘটিকায় আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আলা বক্সের বাড়ীর জিয়াউর রহমান প্রকাশ খোকন এর হেফাজত হইতে ১টি লাল রঙের গাভিন গরু উদ্ধার করা হয়। তাহার তথ্য মতে গরু চুরির ঘটনায় জড়িত গোসাইপুর গ্রামের অদু মিয়ার ছেলে সহিদ (৪৩), হাসানপুর আলা বক্স পাটোয়ারী বাড়ীর মৃত হাবিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান প্রকাশ খোকন (২৫), দঃ শ্রীপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে মোঃ ইব্রাহিম (৪৪) ও গোসাইপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মোঃ আলমগীর হোসেন প্রকাশ কিরণ (২৪) কে আটক করে থানা পুলিশ। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রাম হইতে আসামী মোঃ আলমগীর হোসেন প্রকাশ কিরণের শুশুর বাড়ী ইসমাইল মিয়ার গোয়াল ঘর থেকে অপর ১টি গরু উদ্ধার করা হয়। গরু দুটি বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা ছিল।ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ২টি গরু উদ্ধার ও ৪ গরু চোরকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিদেরকে সনাক্ত করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply