*৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
* চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট
*মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী
ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজীতে আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিলো ২২ এপ্রিল সোমবার।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদ থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবদুল আলিম মজুমদার ও হুমায়ূন কবির এই দুইজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক হারুন মজুমদার ও মোঃ জাফর উল্লাহ ভূঁইয়ার মধ্যে লড়াই হবে।সোমবার দুপুরে ফেনী জেলা নির্বাচন অফিস থেকে এই প্রার্থীতা প্রত্যাহার করেন তারা।অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেও প্রত্যাহারের শেষ দিনে ২ জন প্রার্থী মাহফুজা আক্তার ও সাজেদা আক্তার তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।ফলে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ নির্বাচিত হতে যাচ্ছেন।প্রত্যাহারের ঘোষনানুযায়ী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী কেউই প্রার্থীতা প্রত্যাহার না করায় তাদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুল হক কালা,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল বণিক, যুবলীগ নেতা মোঃ আব্দুর রহিম পাটোয়ারী ও এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার।২২ এপ্রিল সোমবার বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন,ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবদুল আলিম মজুমদার ও হুমায়ূন কবির,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার ও সাজেদা আক্তার তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।উল্লেখ্য যে, ফুলগাজীতে ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply