নিজস্ব প্রতিনিধি:
ফেনীর ফুলগাজী জিএম হাট ৮টি দেশীয় গরুসহ আবুল কাশেম নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকার একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কাশেম ওই বাড়ির আবদুল মালেকের ছেলে। জানা যায়,এর মধ্যে দুটি গরু জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর এলাকার জাফর আহম্মেদের স্ত্রী আকলিমা আক্তারের।এ বিষয়ে ছাগলনাইয়া থানার এসআই মো. মাঈন উদ্দিন বলেন, গত ১৫ এপ্রিল রাতে দুটি চুরি হয়।এ ঘটনায় গত ১৭ এপ্রিল থানায় মামলা দায়ের করেন আকলিমা। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহযোগিতায় ফুলগাজী থেকে মোট ৮টি গরু উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি হলো এই মহিলার। পরে স্থানীয়রা এ গরুগুলো পুলিশে হস্তান্তর করেন।ছাগলনাইয়া থানার ওসি মো হাসান ইমাম বলেন, চোরের হাত থেকে উদ্ধারকৃত বাকী ৬টি গরু মূল মালিকের নিকট হস্তান্তর করতে চায় পুলিশ। এজন্য উপযুক্ত প্রমাণসহ প্রকৃত মালিকগণকে দ্রুত ছাগলনাইয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।
Leave a Reply