শহর প্রতিনিধিঃ-‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ২রা অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান, সহকারী কমিশনার রাজস্ব কামরুল হাসান,স্থানীয় সরকার শাখার সুবল চাকমা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিসিক কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক হালিম উল্যাহ,জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী কমিশনার লিজা আক্তার বিথী,চেম্বার অব কর্মাসের সভাপতি আবুল কাশেম,নাসিবের সভাপতি মোঃ রিপন,কাজী লেদারের সত্তাধিকারী কাজী জামাল উদ্দিন সহ সাংবাদিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক বলেন উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে ২০১২ সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবরকে উৎপাদনশীলতা দিবস ঘোষণা করেন।
Leave a Reply