নয়া পয়গাম ডেস্ক
বাস্তবতা ও সততার নির্ভীক ফেনীর প্রথম দৈনিক মিডিয়া ভুক্ত দৈনিক “নয়া পয়গাম” পত্রিকার প্রতিনিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দৈনিক নয়াপয়গাম এ কর্মরত সাংবাদিকগণ।মঙ্গলবার (২৮ নভেম্বর)দুপুরে শহরের ট্টাংক রোডস্থ অটোবী মার্কেটের ৩য় তলায় পত্রিকাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি মতবিনিময় সভায় সম্পাদক এনামুল হক পাটোয়ারী বলেন,প্রতিষ্ঠার শুরু থেকে জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে নয়াপয়গাম পাঠকের মনে বিশেষ স্থান করে নিয়েছে।প্রতিষ্ঠার শুরু থেকে আমরা পাঠককে দেয়া কথা অনুযায়ী দল-মত,ধর্ম-বর্ণের ঊর্ধ্বে রেখে ‘সবার খবর’ প্রকাশ করে আসছি।আমরা এ ধারা অব্যাহত রাখতে সব সময় সচেষ্ট রয়েছি।দৈনিক নয়াপয়গাম এ কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ বিগত ৩০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ জনপদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার অঙ্গিকার ব্যক্ত করেন।সভায় প্রকাশক মাঈন উদ্দিন খান,দৈনিক নয়াপয়গাম পরিবারের উপদেষ্টা সম্পাদক আবু জোবায়ের মুন্না,সদস্য কাজী ট্রাভেলস এজেন্সীর সত্ত্বাধিকারী কাজী একে আজাদ মিলন,রোটারিয়ান কেফায়েত উল্লাহ চৌধুরী,জিলান হোসেন,মো: সুজন,ষ্টার্ফ রিপোর্টার আফতাব উদ্দিন,নিজস্ব প্রতিনিধি তানভীর চৌধুরী স্বাধীন, ষ্টার্ফ রিপোর্টার আলমগীর হোসেন শহর প্রতিনিধি কামরুজ্জামান হাজারী,ছাগলনাইয়া প্রতিনিধি কাজী নুরুল হক নিলু,ফুলগাজী প্রতিনিধি সাইফুল ইসলাম,পরশুরাম প্রতিনিধি সবীর আহমেদ ভূঞা ফোরকান,সোনাগাজী প্রতিনিধি বায়েজিদ হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি আনিছুর রহমান,ফটো সাংবাদিক তাহমিদ ভূঞা,সার্কুলেশন ম্যানেজার আবুল হাছেন রাকিব বক্তব্য দেন।সভায় প্রতিনিধিরা তাদের বক্তব্যে পত্রিকার সাম্প্রতিক অবস্থা,বিজ্ঞাপন,প্রচার ও প্রসার এবং পত্রিকার মানোন্নয়ন ও জনসাধারনের কাছে পত্রিকার গ্রহনযোগ্যতা নিয়ে ব্যাপক আলোচনা হয়।সভায় সকল প্রতিনিধি উপস্থিত থেকে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।সভা শেষে অতিথি বৃন্দের মাধ্যমে সকল প্রতিনিধির মাঝে আইডি কার্ড, ফিতা ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
Leave a Reply